সফটওয়্যার সমগ্র

বাংলা ভয়েস ক্লক


অনেক সময় আমরা কম্পিউটার এ সময় দেখি। আপনি যদি না দেখে ১৫ মিনিট পর পর সময় শুন্তে পান তাহোলে কেমোণ হয়। বাংলা ভাষায় আপনাকে প্রতি ১৫ মিনিট পর পর সময় বলে দেবে।
muk
তাও আবার বাংলায়।আপনি ইচ্ছা করলে তা পরিবর্তন করতে পারবেন।  ডাউনলোড করুন এখান থেকে ।
==============================================
বাংলায় জ্যোতিষী সফ্টওয়্যার ......

আজ আপনাদের সঙ্গে এমন একটা সফটওয়্যার শেয়ার করব য়া ভারতের প্রায় 80 কোটির বেশি মানুষ বিশ্বাস করে। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন আর না চাইলেও ক্ষতি নেই। সফটওয়্যার টি ব্যাবহার করে দেখুন আসা করি ভালো লাগবে। হ্যাঁ ঠিকই ধরেছেন এটি জ্যোতিষ বিষয়ক সম্পূর্ন বাংলা ভাষায়। বাংলা ছাড়াও ভারতের সবকটি ভাষা সমর্থন করে। সফটওয়্যারটিতে জানতে পাবেন আপনার ভবিষ্যত,গ্রহ,নক্ষত্র,প্রভৃতির বিচার বিস্লেষন। বিস্তারিত জানতে ও ডাউনলোড করতে সফটওয়্যার টি ব্যাবহার করে য়দি ভালো লাগে জানাতে ভুলবেন না ।

বাংলাতে কোষ্ঠী বানান
বাংলায় জ্যোতিষী সফ্টওয়্যার পান৷ এই জ্যোতিষী সফ্টওয়্যার আর যেসব ভাষাতে পাওয়া যাচ্ছে তা হল – ইংরাজি, হিন্দি, মারাঠি, তামিল, মালায়লম, তেলুগু এবং কান্নাড়৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি এখুনি ডাউনলোড করুন!

অয়নাংশ বিকল্প

এই জ্যোতিষী সফ্টওয়্যারটিতে চিত্রপক্ষ অয়নাংশ বা লাহিরী অয়নাংশ, রামন অয়নাংশ, কৃষ্ণমূর্তি অয়নাংশ এবং থিরুকানিথম অয়নাংশের মতো বিভিন্ন অয়নাংশ রাখা হয়েছে৷

পঞ্চাঙ্গ ভবিষ্যদ্বাণী

এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে রয়েছে সপ্তাহের দিন বিশেষে পঞ্চাঙ্গ ভবিষ্যদ্বাণী, জন্ম নক্ষত্রের হিসাবে ভবিষ্যদ্বাণী, তিথি হিসাবে ভবিষ্যদ্বাণী, করণ হিসাবে ভবিষ্যদ্বাণী এবং নিত্য যোগ হিসাবে ভবিষ্যদ্বাণী৷এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি এখুনি ডাউনলোড করুন৷

ভাবা ভবিষ্যদ্বাণী

এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে আপনার চরিত্র এবং জীবনের উপর গ্রহের প্রভাবের উপর ভিত্তি করে পুঙ্খানুপুঙ্খ ভাবা ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে ব্যক্তিত্ব, শারীরিক গঠন, স্থিতির ভবিষ্যদ্বাণীর জন্য প্রথম কক্ষের বিশ্লেষণ করা হয়েছে৷

দশা/অপহারার প্রভাবের উপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী

এই বাংলা কোষ্ঠী সফ্টওয়্যারটিতে, বর্তমান দশা এবং অপহারার প্রভাবের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে৷

জন্ম নক্ষত্র এবং সংশ্লিষ্ট নক্ষত্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ

 বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি জন্ম নক্ষত্র গণনা করে এবং সংশ্লিষ্ট সমগ্র নক্ষত্রের বৈশিষ্ট্য দেখায়৷

সায়ন এবং নিরায়ন দ্রাঘিমাংশের মতো প্রাথমিক গণনা। এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারে থাকা সমস্ত ছক, গণনা এবং বিশ্লেষণ বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বানানো৷ এখানে গ্রহের নিরায়ন দ্রাঘিমাংশ, রাশি, রাশিতে দ্রাঘিমাংশ, নক্ষত্রের পাশাপাশি নক্ষত্র পদও গণনা করে দেখানো হয়েছে৷ প্রতিটি গ্রহের আবার নক্ষত্র, নক্ষত্র অধিপতি, উপ-অধিপতির পাশাপাশি উপ উপ-অধিপতিও গণনা করে দেখানো হয়েছে৷ রাশি ছকের পাশাপাশি জন্মের সময়কার দশার সঙ্গে দশা অবশিষ্টও দেখানো হয়েছে৷পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারে ভাবা ছকও দেখানো হয়েছে৷

সুদর্শন চক্র ছক

বাংলা কোষ্ঠী সফ্টওয়্যারটিতে সুদর্শন চক্র ছকটিও দেওয়া হয়েছে৷

বিংশোত্তরি দশা সময়কাল

এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে বিংশোত্তরি দশা সময়কাল সংক্ষিপ্ত রূপে দেখানো হয়েছে৷

দশা এবং ভুক্তি (অপহারা) সময়কাল

 এই বাংলা জ্যোতিষী ছ্ক বানানোর সফ্টওয়্যারটিতে দশা এবং ভুক্তি (অপহারা) সময়কাল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া হয়েছে, আবার প্রতিটি দশা সময়কালের অন্তর্গত প্রতিটি ভুক্তির আরম্ভ এবং অন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া হয়েছে৷

গ্রহ-নক্ষত্রের অবস্থানের নিরিখে বৈশিষ্ট্যের বিশ্লেষণ

 এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে গ্রহ-নক্ষত্রের অবস্থানের নিরিখে বৈশিষ্ট্যের বিশ্লেষণ করা হয়েছে৷ এখানে যে বিষয়গুলিকে রাখা হয়েছে তা হল – কক্ষের অধিপতি, প্রতিটি কক্ষের ভাবা অধিপতি, গ্রহ-নক্ষত্রের যোগ, এক গ্রহ থেকে অন্য গ্রহে দৃষ্টি, এক গ্রহ থেকে অন্য কক্ষে দৃষ্টি, শুভ এবং অশুভ গ্রহ এবং তাদের প্রভাব, বন্ধুত্ব ছক যেমন – স্থায়ী (নৈসর্গিক) বন্ধুত্ব ছক, অস্থায়ী (তৎকালিকা) বন্ধুত্ব ছক, পঞ্চ বন্ধুত্ব তালিকা, কুঁজ দোষ যাচাই, মৌধ্যম সংঘর্ষ, গ্রহ যুদ্ধ এবং গ্রহাবস্থা ইত্যাদি৷

কোষ্ঠীতে গ্রহের বিশেষ সমন্বয় (যোগ)

গ্রহের গুরুত্বপূর্ণ সমন্বয় যা যোগ হিসাবে দেখা হয় তা এই কোষ্ঠীতে সূচিত দেখানো হয়েছে৷ কোন যোগ কি প্রভাব থাকতে পারে তা সংক্ষিপ্ত ভাবে বিনামূল্যে পাওয়া এই জ্যোতিষী সফ্টওয়্যারে দেওয়া হয়েছে৷এইটা পেতে মেইল করুন অথবা মন্তব্য করুন।

..................................................................................................................................
..................................................................................................................................
............................................................................................................................
.....................................................................................................................
হয়ে উঠুন গ্রাফিকস  ডিজাইনার

ছবি এডিট করার জন্য তো আমরা অনেক ধরণেরই সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যার ব্যবহারে আবার অনেক ধরণের ঝামেলাও হতে পারে। কারণ এক সফটওয়্যার দিয়ে সব চাহিদা পূরণ করা সম্ভব নাও হতে পারে। তাই আসুন আজকে কয়েকটা অনলাইন ফটো এডিটিং সাইট সম্পর্কে জানার চেষ্টা করি।

১। befunky


এই সাইটে আপনি যেই কাজ গুলা করতে পারবেন তা হলো :
বিভিন্ন ধরণের ফটো ইফেক্ট দিতে পারবেন । যেমন

এই ফটোর কয়েকটা এডিট হতে পারে এরকম

আরো অনেক ধরণের ফটো ইফেক্ট পাবেন এই সাইটে।

আরেকটি মজার ইফেক্ট হলো তুলি-পেন্সিল দিয়ে ছবি আকার মতো ইফেক্ট দেয়া যায়। নিচে দেখুন

এছাড়া ছবি রিসাইজ, শার্পনেস, কালার ঠিক করা সবই ঐ সাইটে করা যায়।

২। magmypic
এই সাইটের বৈশিষ্ট হচ্ছে আপনি এটা দিয়ে আপনার ফটোর কাভার তৈরী করতে পারবেন। সাইটে প্রবেশ করার পর নিচের ছবির মতো কাভার দেখতে পাবেন । আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করুন ।

এবার পরের অপশনে ছবি আপলোড করুন । দেখবেন ছবির কাভার তৈরী হয়ে গিয়েছে। আমি করলাম একটা

৩। photofunia
এই সাইট দিয়ে ৩ টি মজার ইফেক্ট তৈরী করা যায় । নিচে দেখুন


৪। ২০ বছর পর আপনি দেখতে যেমন হবেন
এই সাইটে ছবি আপলোড করার পর এডিট করলে দেখতে পারবেন আপনার ২০ বছর পর চেহারা কেমন হবে। বলুনতো নিচের ছবিটা কার


৫। পুরোনো দিনের ইফেক্ট দেয়া।
এই সাইটে আপনি ছবি আপলোড করার পর এডিট করে পুরোনো দিনের ইফেক্ট দিতে পারবেন ।
আমাদের জাতীয় সংসদের বর্তমান ছবি

এডিট করার পর


৬। citrify
এই সাইটি আমার মনে হয় সবচেয়ে বেশি কাজের । কারণ এটা দিয়ে আপনি বিভিন্ন ধরণের ইফেক্ট দেয়া ছাড়াও আপনার মুখে কোনো লাল লাল দাগ বা ব্রণের দাগ থাকলে এগুলা মুছে দেওয়ার অপশন ছবি এডিট করার সময় এই সাইট টি থেকে পাওয়া যাবে ।

ছবির উজ্জলতা বাড়ানো যায়

পেন্সিল স্কেচ করা যাবে আপনার ছবির

এছাড়া আরো রয়েছে বিভিন্ন ধরণের মজার মজাট ইফেক্ট।

৭।pizap
এটা আরো মজার । এটার একটা বিশেষ ফিচার হলো , আপনি একটা ছবি থেকে যেকোনো অংশ কেটে আবার ঐ ছবিতে যোগ করতে পারবেন। নিচে দেখুন

এছাড়া আরো অনেক মজার ফিচার আছে।

৮। loogix
এই সাইট দিয়ে আপনি এনিমেশনের মতো ছবি বানাতে পারেন। সেভ করে দেখলে বুঝতে পারবেন।

আর এটা দেখুনএনিমেটেড ছবি

৯। dumpr
কয়েকটা মজার এডিটিং এর উদাহরণ দেখায়...।
Your photos in museums ইফেক্ট।


এরকম আরো মজার ইফেক্ট আছে এই সাইটটিতে।

১০। fototrix
এই সাইট টা হচ্ছে শধু ছবি নিয়ে মজা করার জন্য। আপনি এতে বিভিন্ন মজার মজার টেম্পলেট যোগ করতে পারেন, তারপর নিজের লিখা যোগ করতে পারেন , এছাড়া ফেস পরিবর্তন সহ
আরো অনেক কিছু । নিচে কয়েকটা উদারণ দিলাম


১১। Dynamic Einstein picture
এই সাইটে ছবি এডিট করা হয় না । কোনো কিছু লিখার অপশন থাকে পরে সেটা ছবি আকারে দেখা যায় । নিচের ছবি দেখুন


১২। নিজের ছবি মোজাইক তৈরী করুন
সাইটে গেলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয়। আমি একটা উদাহরণ দিলাম


১৩। pixlr
এটাও একটা চমতকার এবং অনেক কাজের ফটো এডিটিং সাইট। এটাকে আপনি ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ।
কারণ ফটোশপের প্রায় বেশিরভাগ সুবিধাই আপনি এখানে পাবেন।


১৪।Phoenix
এখানে অনেক দ্রুত কাজ করা যায় এবং এডিটিং টুল ও অনেক বেশি।


১৫।splashup


১৬।pixenate


১৭।picnik


এছাড়া আরো কয়েকটি ছবি এডিট করার সাইট হলো :
blingee
Pizap
fotocrib 
...................................................................................................
....................................................................................................







 অনেকগুলো  ওপেনসোর্স সফটওয়্যারের নাম, কাজ, সুবিধাসমূহ ও ফ্রি ডাউনলোড লিংক দেয়া হলো:

ওয়েব ব্রাউসার:


মোজিলা ফায়ারফক্স (Mozilla Firefox): নতুন করে কিছু বলার নেই ফায়ারফক্সের ব্যাপারে। আপনারাও জানেন, আর আমিও, বর্তমানে ফায়ারফক্স ব্রাউসার হিসেবে শ্রেষ্ঠ। প্রায় প্রতিটি সেটিংই পরিবর্তন করা যায়। আছে ৫০০০ এর চেয়েও বেশি এ্যাডঅন আর থিম। ফায়ারফক্সের ফিচারসমূহ এই পোস্টে বলে শেষ করা অসম্ভব।
ডাউনলোড লিংক: View this link


কে-মেলন (K-Meleon): গেকো লেআউট ইন্ঞ্জিনের (ফায়ারফক্সও এই একই লেআউট ইন্ঞ্জিন ব্যবহার করে) উপর ভিত্তি করে বানানো একটি ব্রাউসার এটি। ব্রাউসারটি সাইজে ছোট ও বেশ দ্রুত ।
ডাউনলোড লিংক: View this link

ভিডিও প্লেয়ার/ভিডিও পডকাস্টিং টুল:


মিরো (Miro): মিরো প্রায় সবধরনের ভিডিও ফাইল চালাতে পারে। হাই ডেফিনিশন সাপোর্টও আছে। অনেকগুলো অনলাইন ভিডিও চ্যানেল থেকে ভিডিও নামিয়ে দেখতে পারবেন আপনি, কোয়ালিটি অতুলনীয়।
ডাউনলোড লিংক: View this link

ইন্সট্যান্ট ম্যাসেজিং:


পিজিন (Pidgin): একই সাথে চ্যাট করুন আপনার AIM, ICQ, Jabber, MSN Messenger, Yahoo!, Google,MySpaceIM ও আরো অনেক কমিনিউটির বন্ধুদের সাথে।
ডাউনলোড লিংক: View this link

ইমেইল ক্লায়েন্ট:


মোজিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird): খুবই ভালো একটি ডেস্কটপ মেইল ক্লায়েন্ট। যারা আউটলুক ব্যবহার করেন তারা নিঃসন্দেহে এটি ব্যবহারের পর আউটলুককে ভুলে যাবেন। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নিরাপত্তা ব্যবস্থা।
ডাউনলোড লিংক: View this link

RSS রিডার:


RSSOwl: ভালো একটি RSS রিডার।
ডাউনলোড লিংক: View this link

ফাইল শেয়ারিং:


ভূজ (Vuze) - পূর্বে এ্যাজুরাস (Azureus) নামে পরিচিত ছিলো: অসাধারন সব ফিচার সমৃদ্ধ একটি বিট-টরেন্ট ক্লায়েন্ট।
ডাউনলোড লিংক: View this link

ভিডিও প্লেয়ার:


VLC মিডিয়া প্লেয়ার (VLC Media Player): চালাতে পারে না এমন কোন ভিডিও ফরম্যাট বোধোহয় VLC এর জানা নেই। অসাধারণ ভিডিও প্লেব্যাক সুবিধা, আছে ভিডিওর সাথে পৃথকভাবে সাবটাইটেল যোগ করার সুবিধা। আপনি ডিভিডি চালাতে চান আর ইন্টারনেট থেকে ম্যুভি ডাউনলোড করেই দেখতে চান, VLC আপনাকে কখনোই হতাশ করবে না।
ডাউনলোড লিংক: View this link


মিডিয়া প্লেয়ার ক্লাসিক (Media Player Classic): ছোট কিন্তু খুব শক্তিশালী ভিডিও প্লেয়ার। ইন্সটল দেয়া লাগেনা। আছে ভিডিওর সাথে পৃথকভাবে সাবটাইটেল যোগ করার সুবিধাও। ইন্টারনেট থেকে ডিভিডি-রিপ ম্যুভি ডাউনলোড করেন এমন ইউসারদের জন্য খুবই উপযোগী।
ডাউনলোড লিংক: View this link


MPlayer: অনেকটা VLC মিডিয়া প্লেয়ারেই মতো। অনেক ভিডিও ফরম্যাট সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link

ডিভিডি রিপার/ভিডিও কনভার্টার:


মিডিয়া কোডার (Media Coder): অসাধারণ একটি সিডি/ডিভিডি রিপার। এছাড়াও আছে প্রায় সবরকম ভিডিও ও অডিও ফরম্যাটকে কনভার্ট করার ক্ষমতা।
ডাউনলোড লিংক: View this link

ওয়ার্ড প্রসেসিং/অফিস সফটওয়্যার:


ওপেন অফিস ডট অর্গ (OpenOffice.org): মাইক্রোসফট অফিসের চমৎকার বিকল্প এই ওপেনসোর্স সফটওয়্যারটি। আছে মাইক্রোসফট অফিসের মতোই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট তৈরির সুবিধা। মাইক্রোসফট অফিসে বানানো ফাইলও সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link


এ্যাবি ওয়ার্ড (AbiWord): অনেকটা উইন্ডোজ এক্সপির সাথে যে ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি আমরা পাই তার মতোই ফিচার আছে এ্যাবি ওয়ার্ডে। আছে ওয়ার্ড ফাইল ও ওপেন ডকুমেন্ট ফরম্যাটের ফাইল এডিটের সুবিধা।
ডাউনলোড লিংক: View this link

ডিভিডি রিপার:


হ্যান্ডব্রেক (Handbrake): ডিভিডি থেকে MP4 ফরম্যাটে রিপ বা কনভার্ট করার সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link

অডিও রেকর্ডিং ও রেকডিং টুল:


অডাসিটি (Audacity): ছোট সফটওয়্যার, কিন্তু সাইজ দিয়ে এক মাপবেন না যেন জনাব.......হুঁ হুঁ.......। আছে অসাধারণ সব ফিচার যা এমন ছোট সফটওয়্যারের কাছ থেকে আশাতীত। আছে অনেক সাউন্ড এ্যাফেক্ট আর সাউন্ড টুইকিং (Tweaking) ফিচার।
ডাউনলোড লিংক: View this link

গ্রাফিক্স/ফটো এডিটিং:


গিম্প (GIMP): অনেকের কাছে হয়তো নামটা নতুন কিন্তু বর্তমানে গিম্পকে বলা হয় এ্যাডোবি ফটোশপের অন্যতম বৃহত্তম প্রতিদ্বন্দী (অবশ্যই অপর প্রতিদ্বন্দীটির নাম কোরেল পেইন্টশপ)। মাত্র ১৫ মেগাবাইটের একটা ফটো এডিটিং সফটওয়্যার যে এতোটা শক্তিশালী হতে পারে তা আমার কল্পনাতীত ছিলো। যারা এ্যাডভান্সড গ্রাফিক্স ইউসার তারা এই সফটওয়্যার দিয়ে প্রায় সব কিছুই করতে পারবেন যা তারা এ্যাডোবি ফটোশপ বা কোরেল পেইন্টশপ প্রো দিয়ে করেন।
ডাউনলোড লিন্ক: View this link


ইন্কস্পেস (Inkspace): এ্যাডোবি ইলাস্ট্রেটরের ওপেনসোর্স বিকল্প এই সফটওয়্যারটি।
ডাউনলোড লিন্ক: View this link


পেইন্ট ডট নেট (Paint.NET): এই সফটওয়্যারটিকে অনেকটা উইন্ডোজ এক্সপির সাথে পেইন্ট নামক যে সফটওয়্যারটি আমরা পাই তারই মতো তবে যদি প্রশ্ন ওঠে ফিচার ও সুযোগ সুবিধার তবে অবশ্যই পেইন্ট ডট নেট অনেক এগিয়ে। এতে একাধিক লেয়ার নিয়ে কাজ করার সুবিধা পর্যন্ত আছে যা এ ধরনের সফটওয়্যারে বিরল। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনার পিসিতে অবশ্যই Microsoft .NET Framework 2.0 অথবা এর উচ্চতর ভার্শন ইন্সটলড থাকতে হবে (Microsoft .NET Framework 3.5 SP1 recommended)
ডাউনলোড লিন্ক: View this link

ফাইল ট্রান্সফারিং প্রোটোকল/FTP টুল:


ফাইলজিলা (Filezilla): খুবই ভালো ও বহুল ব্যবহৃত একটি FTP টুল এটি।
ডাউনলোড লিংক: View this link

আর্কাইভিং সফটওয়্যার:


সেভেন জিপ (7-zip): চমৎকার একটি আর্কাইভিং টুল যা উইন জিপ/উইন রার এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
ডাউনলোড লিংক: View this link


পি-জিপ (PeaZip): শক্তিশালী একটি আর্কাইভিং টুল। 7Z, ARC, BZ2, GZ, PAQ/LPAQ, PEA, QUAD/BALZ, TAR, UPX, ZIP, ACE, ARJ, CAB, DMG, ISO, LHA, RAR, UDF সহ প্রায় সবধরনের আর্কাইভ ফরম্যাট সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link

3D গ্রাফিক্স ও মডেলিং:


ব্লেন্ডার (Blender): একটি শক্তিশালী 3D মডেলিং সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link

ডেভোলপার টুল:


নোটপ্যাড++ (Notepad++): এটাকে উইন্ডোজ এক্সপির নোটপ্যাডের বর্ধিত রূপ বলা যেতে পারে।
ডাউনলোড লিংক: View this link

সিমুলেশন সফটওয়্যার:


স্টেলারিয়াম (Stellarium): ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link


সেলেস্টিয়া (Celestia): আরো একটি ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link

ম্যাপিং টুল:


নাসা ওয়ার্ল্ড উইন্ড (NASA World Wind): অনেকটা গুগল আর্থের মতো কাজ করে এই সফটওয়্যারটি, তবে স্যাটেলাইট ম্যাপের কোয়ালিটি গুগল আর্থের চেয়ে অনেক ভালো।
ডাউনলোড লিংক: View this link