নারি নক্ষত্র ইন্টারনেট স্পীড এর

উইন্ডোজ সাধারনত বাই ডিফল্ট কিছু ইন্টারনেট স্পীড সংরক্ষন করে রাখে উইন্ডোজ আপডেট এবং spyware checks টাইপের কাজের জন্য।আপনি চাইলে এই সংরক্ষিত স্পীড আপনার ব্রাউজিং গতি বাড়ানোর কাজে লাগাতে পারেন।
এই জন্য নিচের লাইন গুলো অনুসরন করুনঃ
> Start-> Run-> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন
> Expand করুন computer configuration; expand করুন Administrative Templates
এবং expand করুন Network
> QoS Packet Scheduler এর উপর মাউস একবার ক্লিক করুন
> Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন , enabled box টিক করুন
> Bandwidth limit এর ঘরে ০ লিখে ওকে করুন
এখন restart করে দেখবেন ব্রাউজিং গতি কিছুটা হলেও বেড়েছে

LAN speed বাড়িয়ে নিনঃ
LAN এ যুক্ত কোন কম্পিউটার এর গতি কমিয়ে দেয় রিমোট কম্পিউটার সিডিউল টাস্ক।এটি বন্ধ করে LAN এর গতি বাড়াতে হলে ---
রেজিস্ট্রি এডিটর অপেন করুনঃ Start Menu > Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন
> expand করুন HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft.>Windows
> expand করুন CurrentVersion> Explorer > RemoteComputer > NameSpace
> NameSpace এ "{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}" এবং
"{D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF}" লেখা দুটি ফোল্ডার দেখতে পাবেন। এর প্রথমটা প্রিন্টার শেয়ারিং আর পরেরটা remote scheduled tasks এর কাজ করে। remote scheduled tasks রিমুভ করতে হলে দ্বিতীয় ফোল্ডারটির উপর রাইট ক্লিক করে ডিলিট করে দিন। remote shared printers নিয়ে যদি আপনার কোন কাজ না থাকে তাহলে একই ভাবে এটি ও ডিলিট করে দিন।
এতে LAN speed এর সাথে সাথে কিছু ব্রাউজিং স্পীড ও বাডবে।
আপনি যদি LAN এর সাথে যুক্ত না থাকেনঃ
কম্পিউটার এ tcp/ip এর সাথে আরো কিছু প্রোটকল থাকে। আপনার কম্পিউটার যদি লোকাল শেয়ারিং এ না থাকে তাহলে এই প্রোটকল গুল শুধুই ব্রউজিং গতি কমিয়ে রাখে। এই প্রোটকল disable কর দিতে পারেন এই ভাবেঃ
Control Panel এ গিয়ে Network Connections অপেন করুন। আপনার active local area connection অপেন করুন, Properties এ গিয়ে tcp/ip ছাড়া বাকি অপ্রয়জনীয় প্রোটকল গুল uncheck করে দিন। এতে কম্পিউটার এর নিরাপত্তা ও বাড়ে।
OpenDNS ব্যবহার করুনঃ
বাই ডিফল্ট এক্সপি ইন্টারনেট প্রভাইডারের DNS server ব্যবহার করে থাকে। এতে ব্রাউজিং এর গতি কিছুটা কমে যায়। OpenDNS ব্যবহার করে এই গতি টুকু ফিরে পাওয়া যায়ঃ
Network Connections অপেন করে local area connection অপেন করুন, Properties এ যান।
>Internet Protocol (TCP/IP) অপেন করুন ডাবল ক্লিক করে। 208.67.222.222 লিখুন preferred DNS server এবং 208.67.220.220 লিখুন alternate DNS server এর ঘরে। এখন কম্পিউটার OpenDNS
ব্যবহার করবে।