কম্পিউটার ইন্টারনেট হোক সবার জন্য

শিক্ষা,খাদ্য,সাস্থ্য,ব্যবসায়,রাজনীতি,র্ধম,অর্থনীতি,বাসস্থান সব ক্ষেত্রে চাই কম্পিউটার ইন্টারনেটের ব্যবহার।

অনলাইনে ইনকাম সত্যিই সম্ভব !!!

অনলাইনে ইনকাম” শব্দটা শুনলেই বেশীর ভাগ মানুষ এটাকে হাস্যকর বলে উড়িয়ে দেয়। কেউ বিশ্বাসই করতে চায় না যে আসলেই সম্ভব। বন্ধুদের মাঝে যদি কেউ বলে আমি অনলাইনে কাজ করে সত্যি টাকা পেয়েছি তাবে অন্যরা মনে করে সে বানিয়ে বানিয়ে বলতেছে ভাব মারার জন্য। আবার অনেকে হাসাহাসি করে বলে “হাঁ হাঁ হাঁ দোস্ত জানিস ওনা ভার্চুয়াল জগতে ভার্চুয়াল ভাবে টাকার ইনকাম করেছে আচ্ছা তোকে টাকা গুলো কোন ফরমেটে দিলরে – .jgp ফরমেট নাকি .png ফরমেট হাঁ হাঁ হাঁ” মানুষ...

সবার জন্য উন্মুক্ত ইংরেজিতে আপনার দক্ষতা বৃদ্ধির

  ইন্টারনেটের মাধ্যমে সহজ পদ্ধতিতে ইংরেজি প্রশিক্ষণের এক ব্যতিক্রমধর্মি উদ্দ্যোগ গ্রহন করেছে ভাই ভাই আই,টি ট্রেনিং ইন্সটিটিউট। সমাজের সর্ব স্তরের মানুষের জন্য যা উন্মুক্ত থাকবে। ইংরেজিতে আপনার দক্ষতা বৃদ্ধির জন্য আমরা শুরু করছি চমৎকার কিছু ইংরেজি কোর্স। ইন্টারনেটে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি খুব সহজেই এই কোর্সগুলোতে অংশ নিতে পারবেন...

যে কোন দেশের ভিসা চেক

সৌদি আরব সহ যে কোন দেশের ভিসা চেক ব্যাপারই না! সিঙ্গাপুরের আইপিও চেক করুন এখান থেকে সৌদি আরবের ভিসা চেক এখান থেকে করুন দুবাইয়ের ভিসা চেক তার পর  Enquiry Services এ যান  then work permit Info ১। তানজানিয়া www.tanzania.go.tz ২। কাতার http://www.moi.gov.qa/site/english ৩। কুয়েত www.moi.gov.kw ৪। পাকিস্তান http://www.moitt.gov.pk/ ৫। সৌদি আরব http://www.moi.gov.sa ৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae ৭। মিশর http://www.moiegypt.gov.eg/english/ ৮। বাংলাদেশ www.moi.gov.bd ৯। সাইপ্রাস http://moi.gov.cy/ ১০। নেপাল http://www.moic.gov.np/ ১১।...

আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। Click This Link থেকে ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা)...

এনড্রয়েড অ্যাপ

১. ONOVO মাসে কত টাকার আর কত মেগাবাইট ইন্টারনেট ইউজ করলেন তার হিসাব রাখে। যারা ইন্টারনেটের বিল নিয়ে চিন্তিত বা খুব হিসাব করে মোবাইলে ইন্টারনেট করেন তাদের জন্য। ডাউনলোডঃ Click This Link ২. Juice Defender এন্ড্রয়েড নিয়ে সবার কমন সমস্যা যে খুব তারাতারি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এন্ড্রয়েড ফোন দেখা যায় যখন তখন ইন্টারনেট, ওয়াইফাই এ কানেক্ট হয়ে বসে থেকে নিজেই চার্জ খেয়ে ফেলে। এই এপ দিয়ে, ফোনের চার্জ অযথা নষ্ট হওয়া থেকে বাচানো যায়। ঠিক মতো মডিফাই করলে ব্যাটারি লাইফ দেড় থেকে দুই গুন বাড়ানো সম্ভব। ডাউনলোডঃ Click This Link ৩....

নারি নক্ষত্র ইন্টারনেট স্পীড এর

উইন্ডোজ সাধারনত বাই ডিফল্ট কিছু ইন্টারনেট স্পীড সংরক্ষন করে রাখে উইন্ডোজ আপডেট এবং spyware checks টাইপের কাজের জন্য।আপনি চাইলে এই সংরক্ষিত স্পীড আপনার ব্রাউজিং গতি বাড়ানোর কাজে লাগাতে পারেন। এই জন্য নিচের লাইন গুলো অনুসরন করুনঃ > Start-> Run-> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন > Expand করুন computer configuration; expand করুন Administrative Templates এবং expand করুন Network > QoS Packet Scheduler এর উপর মাউস একবার ক্লিক করুন > Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন , enabled box টিক করুন > Bandwidth limit এর ঘরে...