
আজকে বেশ মজার একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। শুধু মজার বললে ভুল হবে আসলে এটি বেশ কাজেরও। ধরুন আপনার একজন প্রিয়জনের ছবি তুলেছেন। কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন উনার চেহারাটা গোমড়া মুখো হয়েছে। বা উনার চেহারায় ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে চান বা হাসি হাসি একটা চমৎকার মুখ দেখতে চান। তাহলে কি করা যায়? ছবিতো আর মানুষ না যে বললেই কান্না থেকে হাসি মুখ করে ফেলবে। তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর সেটা হ...